kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক    

২৪ নভেম্বর, ২০২০ ১২:১৯ | পড়া যাবে ১ মিনিটেখন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান মুনীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শোকবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত  কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

করোনাভাইরাস আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৭টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেছেন সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান মুনীর।

করোনা সংক্রমিত হওয়ার পর রাজধানীর মুগদা হাসপাতালে ২১ দিন ভর্তি ছিলেন খন্দকার মুনীরুজ্জামান মুনীর। একপর্যায়ে করোনা থেকে সেরে উঠেছিলেন তিনি। তবে করোনা পরবর্তী নানা জটিলতায় ভুগছিলেন এই প্রাজ্ঞ ও নিষ্ঠাবান সম্পাদক। 

মুনীরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহসহ অনেকে শোক প্রকাশ করেছেন খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে।

মন্তব্যসাতদিনের সেরা