kalerkantho

শুক্রবার। ১৯ অগ্রহায়ণ ১৪২৭। ৪ ডিসেম্বর ২০২০। ১৮ রবিউস সানি ১৪৪২

করোনাভাইরাস সচেতনতা

সম্প্রীতি বাংলাদেশের পথসভা ও বিনা মূল্যে মাস্ক বিতরণ

অনলাইন ডেস্ক   

২২ নভেম্বর, ২০২০ ২৩:৫৬ | পড়া যাবে ১ মিনিটেসম্প্রীতি বাংলাদেশের পথসভা ও বিনা মূল্যে মাস্ক বিতরণ

করোনাভাইরাস বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে সম্প্রীতি বাংলাদেশ আজ রবিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পথসভা ও পথচারীদের মধ্যে বিনা মূল্যে মাস্ক বিতরণ করে। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। 

প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত কার্যকর কোনো টিকা বাজারে আসেনি। আর সে কারণেই মাস্ক হচ্ছে শ্যাডো ভ্যাকসিন। স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসচেতনতার বিকল্প নেই। 

পথসভায় আরো বক্তব্য দেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান বাবু, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়, সংগঠনটির সদস্যসচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চেয়ারম্যান ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

এ ছাড়া গত শনিবার দিবাগত রাতে সম্প্রীতি বাংলাদেশ ‘নো মাস্ক নো সার্ভিস’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করে। পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় ওয়েবিনারে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক ও ফার্মেসি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ ব ম ফারুক, বিএসএমএমইউর সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান, বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া ও মামুন আল মাহতাব স্বপ্নীল।

মন্তব্যসাতদিনের সেরা