বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীর মতিঝিল এলাকায় বিক্ষোভ করেছে ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদল।
আজ রবিবার বিকেলে মতিঝিলের টিকাটুলি ও ইত্তেফাক এলাকায় মিছিল করে তারা। মিছিলটি রাজধানীর মধুমিতা হলের সামনে থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড় হয়ে মতিঝিলের বিভিন্ন এলাকা প্রদক্ষিন শেষে মতিঝিলে গিয়ে শেষ।
এ সময় তারা এই মামলাটি মিথ্যা এবং বানোয়াট দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
বিজ্ঞাপন
এতে ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া যুগ্মসাধারণ সম্পাদক মাসুদ রহমান ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুর রহমান ৪৫ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি রবিন ৩৮ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব সিয়াম ৩৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হৃদয় ৪১ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আশিক চৌধুরী ঢাকা মহানগর দক্ষিণের ছাড়াও দক্ষিন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন।