kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

বুড়িমারীতে পিটিয়ে হত্যার ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক   

৩১ অক্টোবর, ২০২০ ১৬:৩২ | পড়া যাবে ১ মিনিটেবুড়িমারীতে পিটিয়ে হত্যার ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ

লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মহিলা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহিলা পরিষদ জানিয়েছে, ‘আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে জানতে পারলাম যে, গত ২৯.১০.২০২০ তারিখে লালমনিরহাট জেলার, পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দরে শহীদুন্নবি জুয়েল নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে, পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা হয়।’

‘বাংলাদেশ মহিলা পরিষদ এই পৈশাচিক, বর্বর, নির্মম ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।’

‘জুয়েল রংপুর ক্যান্ট পাবলিক স্কুলের লাইব্রেরীয়ান ছিলেন। বর্তমানে তিনি মানসিক ভারসাম্য হীনতায় ভুগছিলেন’- বিবৃতিতে সংগঠনটি জানায়।

‘এই রকম একজন অসুস্থ মানুষকে প্রকাশ্য দিবালোকে মধ্যযুগীয় বর্বরতায় পিটিয়ে, পুড়িয়ে হত্যা করার ঘটনায় আমরা স্তম্ভিত’-জানিয়েছে মহিলা পরিষদ।

মহিলা পরিষদ দ্রুত এই ঘটনার যথাযথ তদন্ত এবং জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা