kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

মোহাম্মদপুরে ভাঙারির দোকানে বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক   

৩১ অক্টোবর, ২০২০ ০৯:৩১ | পড়া যাবে ১ মিনিটেমোহাম্মদপুরে ভাঙারির দোকানে বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় অবস্থিত  ভাঙারির দোকানে পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কর্মচারী ফারুকের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টায় মারা যান তিনি।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফারুক নামের  একজন মারা গেছেন। তাঁর শরীরের ৫৬ শতাংশ দগ্ধ ছিল।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট একটি সূত্র জানায়, ফারুক এইচডিইউতে ভর্তি ছিলেন। তাঁর শরীরের ৫৬ শতাংশ বার্ন ছিল। ওই ঘটনায় আরো তিনজন চিকিৎসাধীন। তবে তাঁদের অবস্থাও বেশি ভালো না।

অপর দগ্ধরা হলেন দোকান মালিক আব্দুল আলিম (৫০), কর্মচারী সাইদুর (৩৩), ও ওই দোকানের মালামাল দিতে আসা আমির হোসেন (২৭)। এছাড়া ভাঙারি দোকানটির পাশের দোহার ওয়ার্কশপের আরো তিনজন দগ্ধ হন। এঁরা হলেন -কাইয়ুম (৪০), রাসেল (২৫) ও সুরুজ (২৫)।

মন্তব্যসাতদিনের সেরা