kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

৮০ লাখ টাকাসহ গ্রেপ্তার কারা কর্মকর্তা পার্থকে জামিন দেননি হাইকোর্ট

ছয়মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   

২৯ অক্টোবর, ২০২০ ১৯:৪২ | পড়া যাবে ১ মিনিটে৮০ লাখ টাকাসহ গ্রেপ্তার কারা কর্মকর্তা পার্থকে জামিন দেননি হাইকোর্ট

ফাইল ফটো

সিলেটের সাবেক কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) পার্থ গোপাল বণিককে জামিন দেননি হাইকোর্ট। তবে তার মামলা ছয়মাসের মধ্যে নিষ্পত্তি করতে নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বৃহষ্পতিবার এ আদেশ দেন। আদালতে কারা কর্মকর্তার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাডভোকটে আবদুল মতিন খসরু এমপি, ব্যারিস্টার মাহবুব শফিক ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

গতবছর ২৮ জুলাই রাজধানীর ভূতের গলির বাসা থেকে নগদ ৮০ লাখ টাকাসহ পার্থ গোপাল বণিককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাবন্দি। ওই টাকা উদ্ধারের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে মামলা করে। এ মামলায় গতবছর ১৫ সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ আদালত পার্থ গোপাল বণিকের জামিন আবেদন খারিজ করে। এরপর থেকে হাইকোর্টে কয়েকদফা জামিনের আবেদন করা হয়। এরইমধ্যে পার্থ গোপাল বণিককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা