kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনোর মৃত্যুতে ডা. জাফরুল্লাহর শোক

নিজস্ব প্রতিবেদক   

২৯ অক্টোবর, ২০২০ ১৯:১০ | পড়া যাবে ১ মিনিটেমুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনোর মৃত্যুতে ডা. জাফরুল্লাহর শোক

আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে কমিউনিস্ট নেতা ও মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী মরহুমের  স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজীবন খেটে খাওয়া মানুষের মুক্তির আন্দোলনে নিবেদিত হায়দার আনোয়ার খান জুনোর মৃত্যুর মধ্য দিয়ে দেশপ্রেমের রাজনীতির একটি অধ্যায়ের সমাপ্ত হলো। মরহুমের নিঃস্বার্থ  ৬০ দশকের ছাত্র আন্দোলন, স্বাধীনতার পর গনতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনের কর্মকান্ড ইতিহাসের পাতায় এবং দেশের মানুষের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রিয় বন্ধু কমিউনিস্ট নেতা হায়দার আকবর খান রণোর ছোট ভাই জুনো।

মন্তব্যসাতদিনের সেরা