kalerkantho

শুক্রবার। ১৯ অগ্রহায়ণ ১৪২৭। ৪ ডিসেম্বর ২০২০। ১৮ রবিউস সানি ১৪৪২

স্বাধীনতা পুরস্কার প্রদান আজ

কালের কণ্ঠ ডেস্ক   

২৯ অক্টোবর, ২০২০ ০৩:৫৭ | পড়া যাবে ১ মিনিটেস্বাধীনতা পুরস্কার প্রদান আজ

স্বাধীনতা পুরস্কার-২০২০ আজ বৃহস্পতিবার প্রদান করা হবে। সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কারে ভূষিতদের হাতে পদক তুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। 

ভার্চুয়াল অনুষ্ঠানটি বিটিভি, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন ও রেডিও চ্যানেল সরাসরি সম্প্রচার করবে। করোনাভাইরাসের কারণে এর আগে ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ সব কর্মসূচি বাতিল করা হয়। একই সঙ্গে স্বাধীনতা পদক দেওয়ার কর্মসূচিটিও স্থগিত করা হয়েছিল। সূত্র : বাসস। 

মন্তব্যসাতদিনের সেরা