kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

ঈদে মিলাদুন্নবী উদযাপন

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক   

২৮ অক্টোবর, ২০২০ ১৬:৫৪ | পড়া যাবে ১ মিনিটেইসলামিক ফাউন্ডেশনের পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন বৃহস্পতিবার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন হবে বৃহস্পতিবার। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মিলনায়তনে বৃহস্পতিবার বাদ মাগরিব এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম, পিএইচডি।

বুধবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আনোয়ার হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ভার্চুয়ালি বিভিন্ন ইসলামী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া বিশেষ কমিশনে ইসলামিক ফাউন্ডেশনের বই বিক্রি সহ বিভিন্ন কর্মসুচি হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি।

মন্তব্যসাতদিনের সেরা