kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

হেলিকপ্টারে সিএমএইচে নেওয়া হচ্ছে এমপি জাহিরকে

অনলাইন ডেস্ক   

২৮ অক্টোবর, ২০২০ ০৯:৪৬ | পড়া যাবে ১ মিনিটেহেলিকপ্টারে সিএমএইচে নেওয়া হচ্ছে এমপি জাহিরকে

করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহিরকে হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে  (সিএমএইচ) নেওয়া হচ্ছে।

সাংসদ জহিরের ব্যক্তিগত সহকারী (পিএস) সুদীপ দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৫ অক্টোবর নমুনা পরীক্ষার জন্য দেওয়া হলে পরদিন রিপোর্ট পজিটিভ আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁকে আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হচ্ছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত আট মাস ধরে বিভিন্ন এলাকার মানুষকে করোনা বিষয়ে সাহস ও সচেতন করতে কাজ করেছেন। লাখ লাখ মাস্ক, স্যানিটাইজারসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। গত সোমবার রাতে সনাতন ধর্মাবলম্বীদের বিসর্জনেও উপস্থিত ছিলেন তিনি। একপর্যায়ে গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে তিনি জানতে পারেন তাঁর করোনা পজিটিভ।

মন্তব্যসাতদিনের সেরা