kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক   

২৪ অক্টোবর, ২০২০ ০৯:৪২ | পড়া যাবে ১ মিনিটেকাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল স্বাভাবিক

ফাইল ছবি।

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৭টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে।

এর আগে, বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার (২৩ অক্টোবর) সারাদিন বন্ধ ছিল লঞ্চ ও স্পিডবোট চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ ছিল লঞ্চ ও স্পিডবোট চলাচল। শনিবার সকালে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা