kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু আগামী বছরের ৩০ মার্চ

নিজস্ব প্রতিবেদক   

২২ অক্টোবর, ২০২০ ১৮:৩২ | পড়া যাবে ১ মিনিটেদাওরায়ে হাদীস পরীক্ষা শুরু আগামী বছরের ৩০ মার্চ

দেশের কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৩০ মার্চ। বৃহস্পতিবার সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কওমি মাদরাসা সংশ্লিষ্ট সর্বোচ্চ অথরিটি প্রতিষ্ঠান ‘আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের’ স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সকাল ১০টায় সভার শুরুতে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান মরহুম আল্লামা শাহ আহমদ শফীর মাগফিরাত ও রফয়ে দারাজাতের জন্য দোয়া হয়। এরপর নবনির্বাচিত চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান দায়িত্বভার গ্রহণ করেন। তার দায়িত্ব গ্রহণে আল-হাইআতুল উলয়ার সদস্যগণ তাকে মুবারকবাদ জানান এবং তার সাফল্য কামনা করে দোয়া করেন।

সভায় অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি ১৪৪২ হিজরি/২০২১ সালের দাওরায়ে হাদীসের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয় বলে জানিছেয়েছেন আল-হাইআতুল উলয়ার অফিস সম্পাদক মু: অছিউর রহমান।

মন্তব্যসাতদিনের সেরা