kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

পণ্যবাহী নৌযান ধর্মঘট তৃতীয় দিনে পড়ল

নিজস্ব প্রতিবেদক, ব‌রিশাল    

২২ অক্টোবর, ২০২০ ১২:১৩ | পড়া যাবে ২ মিনিটেপণ্যবাহী নৌযান ধর্মঘট তৃতীয় দিনে পড়ল

পণ্যবাহী জাহাজ ও কার্গো শ্রমিকদের ডাকা ধর্মঘট আজ বৃহস্প‌তিবার (২২ অক্টোবর) তৃতীয় দিনে পড়েছে।

বেতন-ভাতাসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে গত সোমবার (১৯ অক্টোবর) মধ্যরাতে শুরু হওয়া বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘট এখ‌নো চল‌ছে। ফলে বরিশালসহ সারা দেশে পণ্যবাহী জাহাজ ও কার্গো চলাচল বন্ধ র‌য়ে‌ছে।

এদিকে, কীর্তনখোলা নদীতে লাইটারেজ জাহাজসহ বিভিন্ন পণ্যবাহী নৌযান মঙ্গলবার মধ্যরাত থেকে নোঙর করে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। দাবি আদায়ে আজ বৃহস্প‌তিবার (২২ অক্টোবর) সকা‌লে বরিশাল নগরের কেডিসি এলাকায় কীর্তনখোলা নদীর পাড়ে বিক্ষোভ মিছিল বের করার প্রস্তু‌তি নি‌চ্ছিল আন্দোলনরত শ্রমিকরা।

ব‌রিশা‌লের কীর্তনখোলা নদী‌তে নোঙর করে রাখা কার্গো জাহাজের চালক আলী হোসেন বলেন, 'মালিকরা শুধু সময় দেন, কিন্তু বেতন আর বাড়ান না। আমরা যে বেতন পাই, এতে সংসার চলে না। তাই দ্রুত আমাদের বেতন-ভাতা বৃদ্ধি করা উচিত।'

বরিশাল বিভাগীয় নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি আবুল হাসেম বলেন, 'যতদিন আমাদের দাবি আদায় না হবে, ততদিন এই ধর্মঘট চালিয়ে যাব।'

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মো. শাহ আলম বলেন, '১১ দফা বাস্তবায়নের দাবিতে গত সোমবার মধ্যরাত থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত থাকবে।'

বাংলাদেশ কার্গো জাহাজ ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি ইকবাল হোসেন সাংবা‌দিক‌দের বলেন, 'এইসময়ে যদি নৌযান শ্রমিকরা তাঁদের দাবিদাওয়া নিয়ে আন্দোলনে নামেন তবে আমাদের কিছুই করার নেই। তাহলে আমরা নিজেরাই নৌযান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হব।' 

মন্তব্যসাতদিনের সেরা