kalerkantho

শুক্রবার। ১৯ অগ্রহায়ণ ১৪২৭। ৪ ডিসেম্বর ২০২০। ১৮ রবিউস সানি ১৪৪২

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী, পোশাক ও খাবার বিতরণ

অনলাইন ডেস্ক   

২১ অক্টোবর, ২০২০ ১৮:০১ | পড়া যাবে ২ মিনিটে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী, পোশাক ও খাবার বিতরণ

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের  ডিস্ট্রিক্ট অ্যান্ড ক্লাব কমিউনিটি ইমপেক্ট গ্রান্টসের (এলসিআইএফ ডিসিজি) প্রজেক্টের আওতায় লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির উদ্যোগে আজ (২১ অক্টোবর) ঢাকার মিরপুরের ইব্রাহিমপুর এলাকায় রংধনু শিক্ষা সহায়ক কেন্দ্রে (রংধনু এডুকেশন হেল্প সেন্টার) এতিম ও সুবিধাবঞ্চিত পথশিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিশুদের মাঝে পড়ালেখায় আগ্রহ, ইচ্ছাশক্তি বৃদ্ধির লক্ষ্যে দুই শত স্কুলব্যাগ, পোশাক, শিক্ষাসামগ্রীসহ খাবার বিতরণ করা হয়। শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি স্বাস্থ্য ও কভিড-১৯ সচেতনাসহ মাদককে না বলুন ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক চার হাজার লিফলেট বিতরণ করা হয়।
রংধনু এডুকেশন হেল্প সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ২ বাংলাদেশের কেবিনেট সেক্রেটারি লায়ন মো. আনিসুর রহমান খান এমজেএফ। ঢাকা ড্রিম সিটির প্রেসিডেন্ট ও রিজিওন চেয়ারপারসন লায়ন ইঞ্জি. মো. শামসুর রহমান এমজেএফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে রিজিওন চেয়ারপারসন (হেডকোয়ার্টার) লায়ন এজাজ আহমেদ, ক্লাব সেক্রেটারি লায়ন মো. আবুল বাসার এমজেএফ, লায়ন এ বি এম আতিয়ার রহমান, লায়ন রোজিনা আক্তার এবং শিক্ষা সহায়ক কেন্দ্রের প্রধান শিক্ষকসহ সব শিক্ষক উপস্থিত ছিলেন । 

 

মন্তব্যসাতদিনের সেরা