kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলীর সুগন্ধা পয়েন্টে

অবৈধ স্থাপনা উচ্ছেদে বাঁধা কাটলো

কালের কণ্ঠ ডেস্ক   

১ অক্টোবর, ২০২০ ২২:২৬ | পড়া যাবে ১ মিনিটেঅবৈধ স্থাপনা উচ্ছেদে বাঁধা কাটলো

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলীর সুগন্ধা পয়েন্টে ৫২ জনের স্থাপনা উচ্ছেদে বাঁধা কাটলো। ওইসব স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের আদেশ বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চুয়াল আপিল বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয় ও রাষ্ট্রপক্ষের আবেদনে এ রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। আদালতে ভূমি মন্ত্রণালয়ের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। অপরপক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

কক্সবাজার সমুদ্র সৈকতে কলাতলীর সুগন্ধা পয়েন্টে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ২০১৮ সালের ১০ এপ্রিল নোটিশ দেয়। এই নোটিশ চ্যালেঞ্জ করে জসিম উদ্দিনসহ ৫২ ব্যক্তি হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট একই বছরের ১৬ এপ্রিল রুল জারি করেন ও উচ্ছেদের ওপর স্থগিতাদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয় ও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এ আবেদনের ওপর শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের জারি করা রুল খারিজ করে দেন। একইসঙ্গে উচ্ছেদের ওপর দেওয়া স্থগিতাদেশও বাতিল করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা