kalerkantho

সোমবার । ১০ কার্তিক ১৪২৭। ২৬ অক্টোবর ২০২০। ৮ রবিউল আউয়াল ১৪৪২

উন্নয়ন প্রক্রিয়ার সাথে এমপিদের সম্পৃক্ত করতে হবে: স্পিকার

অনলাইন ডেস্ক   

২৯ সেপ্টেম্বর, ২০২০ ২০:৩০ | পড়া যাবে ২ মিনিটেউন্নয়ন প্রক্রিয়ার সাথে এমপিদের সম্পৃক্ত করতে হবে: স্পিকার

উন্নয়ন প্রক্রিয়ার সাথে এমপিদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। তিনি বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে সংসদ সদস্যদের চিন্তা, ভাবনা, পরামর্শ ও দিক-নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা নির্বাচিত এমপিরাই নিজস্ব সংসদীয় এলাকার উন্নয়ন ও জনগণের জীবনমানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে থাকেন। 

আজ মঙ্গলবার ইউএনডিপি বাংলাদেশের উদ্যোগে ‘আমার সংসদীয় এলাকা-মাই কনস্টিটিউয়েন্সি’ ডাটা প্লাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। স্পিকার এসময় ‘আমার সংসদীয় এলাকা-মাই কনস্টিটিউয়েন্সি’ ডাটা প্লাটফর্মের উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। ইউএনডিপি বাংলাদেশের পলিসি স্পেশালিস্ট মোজাম্মেল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ইউএনডিপির গ্লোবাল লিড ও এশিয়া-প্যাসিফিক ফোকাল পয়েন্ট চার্লস শোভেল, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান ও ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী।

এ সময় স্পিকার বলেন, জাতিসংঘের যে সভায় এমডিজি ও এসডিজি গৃহীত হয়, সে সভায় অল্প সংখ্যক বিশ্ব নেতৃত্বের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। গত পাঁচ বছর ধরে তাঁর সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করে এসডিজি’র প্রতিশ্রুতির প্রতিটি ধাপ সফলভাবে পূরণ করে যাচ্ছে। এরই মধ্যে এ সংক্রান্ত ভলান্ট্রি ন্যাশনাল রিপোর্ট বাংলাদেশ জাতিসংঘে দাখিল করেছে। বর্তমান সংসদ সদস্যগণ এসকল উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে অনেক বেশি নিয়োজিত বলে উল্লেখ করেন স্পিকার।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমান বিশ্ব কভিড-১৯ নামক এক ভয়াবহ সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে, যা বিশ্বব্যাপী মানুষের জীবন ও অর্থনীতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। কর্মসংস্থানের ঘাটতি তৈরি হবার কারণে অর্থনীতিকে সঠিক পথে রেখে এসডিজিকে বাস্তবায়ন করা জটিল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই সংসদ সদস্যগণের মতামতের ভিত্তিতে, তাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় বিষয়গুলো বিবেচনায় রেখে ‘আমার সংসদীয় এলাকা-মাই কনস্টিটিউয়েন্সি’-ডাটা প্লাটফর্মটি সাজানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্যসাতদিনের সেরা