kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

অ্যাটর্নি জেনারেলের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অনলাইন ডেস্ক   

২৮ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৪১ | পড়া যাবে ১ মিনিটেঅ্যাটর্নি জেনারেলের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাঙ্গণে ফুলেল শ্রদ্ধায় তাকে শেষ বিদায় জানানো হয়। তার আগে বেলা সাড়ে ১১টায় সেখানেই তার জানাজা হয়। 

জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে মাহবুবে আলমের কফিন নিয়ে যাওয়া হয় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থনে। সেখানেই তাকে দাফন করা হয়।

দাফন শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় মাহবুবে আলমের কবরে।

রবিবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুবে আলম। তার বয়স হয়েছিলো ৭১ বছর ৬ মাস। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

মন্তব্যসাতদিনের সেরা