kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে স্পিকারের শোক

নিজস্ব প্রতিবেদক    

২৮ সেপ্টেম্বর, ২০২০ ০৪:০১ | পড়া যাবে ১ মিনিটেঅ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে স্পিকারের শোক

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রবিবার এক শোক বার্তায় তিনি মাহবুবে আলমের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। এক শোকবার্তায় ডেপুটি স্পিকার বলেন, মাহাবুবে আলমের মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ আইনজ্ঞকে হারাল। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তার জীবদ্দশায় দেশও জাতির কল্যানে নিরলস সেবা দিয়ে গেছেন।

এছাড়া শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মো, শামসুল হক টুকু। 

মন্তব্যসাতদিনের সেরা