kalerkantho

বুধবার । ১২ কার্তিক ১৪২৭। ২৮ অক্টোবর ২০২০। ১০ রবিউল আউয়াল ১৪৪২

আন্তর্জাতিক নদী দিবসে এইচআরপিবি’র আলোচনাসভা বক্তারা

আদালতের মতামতকে গুরুত্ব দিয়ে নদী রক্ষায় আইন করুন

নিজস্ব প্রতিবেদক   

২৭ সেপ্টেম্বর, ২০২০ ২১:৪৯ | পড়া যাবে ২ মিনিটেআদালতের মতামতকে গুরুত্ব দিয়ে নদী রক্ষায় আইন করুন

আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা আদালতের মতামতকে গুরুত্ব দিয়ে নদী রক্ষায় দখল ও দুষণকারীদের ব্যাংক ঋণ বন্ধ ও নির্বাচনে অযোগ্য ঘোষণার আইন প্রণয়নের জন্য সংসদ সদস্যদের প্রতি সভায় আহ্বান জানিয়েছেন।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) উদ্যোগে আজ রবিবার এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়ালসভায় অ্যাডভোকেট এখলাছ উদ্দিন ভুইয়া, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট ইমরুল কাওসার, অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম, অ্যাডভোকেট মামুন আলিম, অ্যাডভোকেট সৈয়দা শাহিন আরা লাইলি, অ্যাডভোকেট রিপন বাড়ৈ ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা ঢাকার ৪ নদী রক্ষায় ২০০৯ সালের রায়, বুড়িগঙ্গার পানি দুষন বন্ধের মামলার ২০১১ সালের রায়, কর্নফুলি নদী রক্ষার ২০১৬ সালের রায়, তুরাগসহ সকল নদীর জীবন সত্বা ঘোষনা করে ২০১৯ সালের রায়সহ প্রায় অর্ধ শতাধিক নদী, খাল দুষন ও দখল বন্ধে আদালতের দেওয়া আদেশ যথাযথভাবে কার্যকর করতে সকলের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, হাইকোর্টের রায়ে তুরাগ নদী ও অন্যান্য নদীর জীবন স্বত্তা ঘোষনা, নদী রক্ষা কমিশনকে অভিভাবক ঘোষনা, নতুন প্রকল্প প্রনয়নের ক্ষেত্রে নদী রক্ষা কমিশনের অনাপত্তিপত্র গ্রহন, ৩০ দিনের মধ্যে তুরাগ নদীর তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ, সকল নদীর ভৌগলিক অবস্থান নির্নয় ও ডাটাবেজ তৈরি, নদী রক্ষা কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠানে পরিনত করা, নদী ও পরিবেশের উপর টেলিভেশনে সপ্তাহে একদিন অনুষ্ঠান প্রচার করাসহ অন্যান্য নির্দেশনা দেওয়া হয়। যা আপিল বিভাগ বহাল রেখেছেন। এই রায় দ্রুত বাস্তবায়ন হলেই এ বছরের নদী দিবস সফলতা অর্জন করবে। 

মন্তব্যসাতদিনের সেরা