kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন : মসজিদে বিশেষ দোয়া আহ্বান ইফার

নিজস্ব প্রতিবেদক   

২৭ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৫৩ | পড়া যাবে ১ মিনিটেপ্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন : মসজিদে বিশেষ দোয়া আহ্বান ইফার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার দুপুর ১২টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া মোনাজাত ও কোরআনখানী অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়ের উদ্যোগে স্ব স্ব বিভাগ/জেলা/উপজেলার কেন্দ্রীয় মসজিদে সোমবার বাদ জোহর প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুসাস্থ্য কামনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করার আহ্বান জানানো হয়েছে। রবিবার প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্তব্যসাতদিনের সেরা