kalerkantho

সোমবার । ১০ কার্তিক ১৪২৭। ২৬ অক্টোবর ২০২০। ৮ রবিউল আউয়াল ১৪৪২

করোনামুক্ত হলেন বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক   

২৬ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৪২ | পড়া যাবে ১ মিনিটেকরোনামুক্ত হলেন বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম করোনামুক্ত হয়েছেন। করোনা আক্রান্ত নাছিম গত ১৬ সেপ্টেম্বর থেকে রাজধানীর পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। এরপর তিনি ধানমণ্ডিতে নিজের বাসায় ফিরেছেন। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান কালের কণ্ঠকে এমন তথ্য জানিয়েছেন।

সায়েম খান বলেন, গত ১৫ সেপ্টেম্বর নাছিম ভাইয়ের করোনা ধরা পড়ে। পরদিন থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ টেস্টে রেজাল্ট নেগেটিভ আসায় তিনি বাসায় ফিরেছেন। আগামী দুই মাস তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে। তিনি তার শারীরিক সুস্থতার জন্য দোয়া করায় দলীয় নেতাকর্মী ও দেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম চার দশকের বেশি সময় ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তিনি স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি বর্তমানে প্রভাবশালী একজন নেতা।

মন্তব্যসাতদিনের সেরা