kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

হতাশা ও অনিশ্চয়তায় অর্ধশতাধিক প্রবাসী শ্রমিক

অনলাইন ডেস্ক   

২৬ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৫৫ | পড়া যাবে ১ মিনিটেহতাশা ও অনিশ্চয়তায় অর্ধশতাধিক প্রবাসী শ্রমিক

প্লেনের টিকিট হাতে পেয়েও প্রবাসে যেতে পারবে কি না-এ নিয়ে হতাশা ও অনিশ্চয়তায় পড়েছেন প্রায় অর্ধশতাধিক প্রবাসী শ্রমিক। 

আজ শনিবার দুপুর দুইটায় প্রায় অর্ধশতাধিক প্রবাসী শ্রমিককে সৌদি এয়ারলাইন্স টিকেট দিয়েছে। তাদের বলা হয় হয়েছে আগামীকাল সকাল সাতটার মধ্যে করোনা টেস্টের ফল হাতে নিয়ে এয়ারপোর্ট এ থাকতে হবে।

মাত্র এই কয়েক ঘণ্টায় করোনা টেস্টের ফলাফল দেওয়া সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দায়িত্বরত সিভিল সার্জেন্ট। এনিয়েে হতাশা ও অনিশ্চয়তায় পড়েছেন মহাখালীর ডিএনসিসি মার্কেটে অপেক্ষারত প্রায় অর্ধশতাধিক প্রবাসী শ্রমিক।

মন্তব্যসাতদিনের সেরা