kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

করোনায় আক্রান্ত হুইপ আতিক, দোয়া চেয়েছেন দেশবাসীর

অনলাইন ডেস্ক   

২৬ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৪৬ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় আক্রান্ত হুইপ আতিক, দোয়া চেয়েছেন দেশবাসীর

জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঢাকায় গতকাল শুক্রবার রাতে করোনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। এ খবর নিজেই জানিয়েছেন শেরপুর-১ (সদর) আসনের এই সংসদ সদস্য। বর্তমানে ঢাকার ন্যাম ভবনে নিজের সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন তিনি। 

শেরপুরবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, তার সামান্য জ্বর আছে। কয়েকদিন ধরে কাশি ছিল। তবে তার বেশিরভাগটাই ঠিক হয়ে গেছে। এছাড়া তার অন্য কোনো উপসর্গ আপাতত নেই। 

দেশে করোনা মহামারির প্রথম থেকেই তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে ত্রাণ বিতরণসহ নানা সেবামূলক কার্যক্রম চালিয়েছেন। জনসচেতনতামূলক প্রচার-প্রচারণাতেও রাস্তায় ছিলেন তিনি। করোনা পজিটিভ আসাতে বর্তমানে সুরক্ষাবিধি মেনে আইসোলেশনে সময় কাটাবেন তিনি। 

মন্তব্যসাতদিনের সেরা