kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

জয়িতা নারী উদ্যোক্তাদের ৬ দিনব্যাপী ফ্যাশন ডিজাইন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক   

২৫ সেপ্টেম্বর, ২০২০ ২১:৪১ | পড়া যাবে ১ মিনিটেজয়িতা নারী উদ্যোক্তাদের ৬ দিনব্যাপী ফ্যাশন ডিজাইন কর্মশালা

রাজধানী লালমাটিয়ায় অবস্থিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন জয়িতা নারী উদ্যোক্তাদের জন্য ৬ দিনব্যাপী ফ্যাশন ডিজাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিনে আজ শুক্রবার জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করেন।

জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পের অতিরিক্তি সচিব মো. আব্দুর রউফ-এর সভাপতিত্বে যুগ্মসচিব শহিদুল ইসলাম ও উপসচিব মাসুদা খাতুন ও নিপুল কান্তিবালা এবং ডিজাইনার ও গবেষক চন্দ্র শেখর সাহা, টেক্সটাইল আর্টিস্ট মাইনুল ইসলাম ও শওকত হোসেন উপস্থিত ছিলেন।

জয়িতা ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক সবুজ দাস ও মুনমুন নাহার ডিজাইন বিষয়ক কারিগরী সহায়তা প্রদান করেন এবং সহকারী ব্যবস্থাপক শারমিন আক্তার ও মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফন নাহার নারী উদ্যোক্তা ও ডিজাইন প্রশিক্ষকদের মধ্যে সার্বিক সমন্বয় সাধন করেন। প্রশিক্ষণ গ্রহণ করে আধুনিক চাহিদা পূরণে নান্দনিক ফ্যাশন ডিজাইন তৈরির বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্যসাতদিনের সেরা