kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

জামালপুর রেলওয়ে স্টেশনে 'স্বাগত' জানায় ব্ল্যাকাররা!

অনলাইন ডেস্ক   

২৪ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৫২ | পড়া যাবে ২ মিনিটেজামালপুর রেলওয়ে স্টেশনে 'স্বাগত' জানায় ব্ল্যাকাররা!

জামালপুর রেলওয়ে স্টেশনের দুই টিকিট কালোবাজারী। ছবি: কালের কণ্ঠ

কোনো রেলওয়ে স্টেশনে সাধারণ যাত্রীদের স্বাগত জানানোর নিয়ম নেই। তবে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে যাত্রীদের স্বাগত জানায় টিকিট কালোবাজারীরা। স্টেশন ফটকের সামনে যাত্রীরা রিকশা বা অটো থেকে নামতেই কালোবাজারী সিন্ডিকেট তাদের ঘিরে ধরে। এরপর শুরু হয় 'কোথায় যাবেন?', 'কোন শ্রেণীর টিকিট লাগবে?', 'কমে পাইয়া যাবেন' ইত্যাদি বক্তব্য শুরু হয়। ১৯০ টাকার টিকিট তারা বিক্রি করে ৪০০ টাকায়। অথচ কাউন্টারে গেলে টিকিট মেলে না!

জেলা শহরের গুরুত্বপূর্ণ এই স্টেশনটির টিকিট কাউন্টারের সামনেই আজ বৃহস্পতিবার সকালে কয়েকজনের জটলা দেখা যায়। একটু পরেই আসছে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস। একজন কাছে এসে জানতে চায়, টিকিট লাগবে কিনা। 'না' বলামাত্র তারা ছুটে যায় অন্য যাত্রীর কাছে। সাংবাদিক পরিচয়ে কথা বলতে চাইলে, 'এইখানে ঝামেলা কইরেন না' বলে সটকে পড়ে। কিছুক্ষণ পর দুজন এসে টিকিট কাউন্টারে থাকা ব্যক্তির সঙ্গে কিছু পরামর্শ করে চলে যায়।

টিকিট কাউন্টারের সামনে তখন লম্বা লাইন। স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে না; সিটও শেষ হয়ে গেছে। কিন্তু ব্ল্যাকারদের হাত ভর্তি টিকিট। তারা কাউন্টারে সামনে এসে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করছে। অবশ্য সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তাদের মুখ তখন মাস্ক দিয়ে ঢাকা। সেখানেই কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা ঘুরে বেড়াচ্ছে। তাদের সামনেই যাত্রীরা বাধ্য হয়ে দ্বিগুণ দামে টিকিট কাটছে। কেউ কিছু বলছে না। স্টেশনটা যেন মগের মুলুক!

মন্তব্যসাতদিনের সেরা