kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

প্লেনের টিকেটের দাবিতে বিশৃঙ্খলা না করার অনুরোধ

সৌদি সরকার এ ধরনের কর্মকাণ্ড পছন্দ করেন না : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক   

২৩ সেপ্টেম্বর, ২০২০ ১৫:০৭ | পড়া যাবে ১ মিনিটেসৌদি সরকার এ ধরনের কর্মকাণ্ড পছন্দ করেন না : পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ফটো

ভিসা জটিলতার আশঙ্কায় দ্রুত সৌদি আরবে পৌঁছাতে প্লেনের টিকেটের দাবিতে আন্দোলনরত সৌদি প্রবাসীদের বিশৃঙ্খলা না করার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সৌদি সরকার এ ধরনের কর্মকাণ্ড পছন্দ করেন না তবে শান্ত থাকলে এ সমস্যার সমাধান সম্ভব বলেও জানান তিনি।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ অনুরোধ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের প্রতি অনুরোধ আপনারা বিশৃঙ্খলা করবেন না। আমরা সৌদি সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, সৌদি সরকার এ ধরনের কর্মকাণ্ড পছন্দ করেন না। তবে শান্ত থাকলে এ সমস্যার সমাধান সম্ভব বলেও জানান তিনি।

ভিসা জটিলতার আশঙ্কায় সৌদি আরব ফিরতে প্লেনের টিকিটের জন্য গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন প্রবাসীরা।

করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ইকামা বা ভিসার মেয়াদ অন্তত তিন মাস বাড়াতে সৌদি আরবকে অনুরোধ জানিয়েছে সরকার। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল মঙ্গলবার এক আন্ত মন্ত্রণালয় বৈঠকের পর সৌদি আরব দূতাবাস ও রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে চিঠি পাঠিয়ে ওই অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা