kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

মসজিদে বিস্ফোরণ: দগ্ধ আরো একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক   

২২ সেপ্টেম্বর, ২০২০ ১৩:০৩ | পড়া যাবে ১ মিনিটেমসজিদে বিস্ফোরণ: দগ্ধ আরো একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় শিফাত (১৮) নামের  আরো একজনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিফাত। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।

ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় শিফাত নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধদের মধ্যে ৩৪ জন মারা গেছেন। বাকি দুইজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে গ্যাস জমা হওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনায় দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা