kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার অপুর বাবার মৃত্যু, ডিকাবের শোক

নিজস্ব প্রতিবেদক   

২১ সেপ্টেম্বর, ২০২০ ১৩:১২ | পড়া যাবে ১ মিনিটেএটিএন নিউজের সিনিয়র রিপোর্টার অপুর বাবার মৃত্যু, ডিকাবের শোক

এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আশিকুর রহমান অপুর বাবা মো. আব্দুর রব আর নেই। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ- ডিকাব।

আজ সোমবার এক বার্তায় সংগঠনের পক্ষ থেকে এ শোক প্রকাশ করা হয়।

ডিকাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান এক শোক বার্তায় বলেন, আশিকুর রহমান অপুর বাবা মো. আব্দুর রবের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তিনি একজন সৎ ও আদর্শবান মানুষ ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে আজীবন লড়াই করা আব্দুর রবের মৃত্যু অপূরণীয় ক্ষতি। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, সোমবার ভোর পৌনে ৪টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আব্দুর রব ( ৭৫ ) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়ে, নাতি- নাতনি, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মন্তব্যসাতদিনের সেরা