kalerkantho

বুধবার । ১২ কার্তিক ১৪২৭। ২৮ অক্টোবর ২০২০। ১০ রবিউল আউয়াল ১৪৪২

‘আমরা করবো জয়’ এর উদ্যোগে আর্থিক প্রণোদনা

অনলাইন ডেস্ক   

২০ সেপ্টেম্বর, ২০২০ ১৯:২২ | পড়া যাবে ১ মিনিটে‘আমরা করবো জয়’ এর উদ্যোগে আর্থিক প্রণোদনা

বাংলাদেশ গ্রাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশন (জিবিএ) কর্তৃক গৃহীত করোনা মহামারি মোকাবেলা সহায়ক উদ্যোগ ‘আমরা করবো জয়’। এর অধীনে ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি কলেজের প্রাণরসায়ন ও মলিকুলার বায়োলজিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি করোনা মহামারির শুরুতে দেশের বিভিন্ন স্থানে আরটি-পিসিআর ল্যাবরেটরি স্থাপনায় স্বেচ্ছাসেবক বায়োকেমিস্ট প্রশিক্ষকদেরও অর্থ প্রণোদনা দেয়া হয়।

এরই ধারাবহিকতায় রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ৭টি বিভাগে কর্মরত চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিবিএ সভাপতি অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইয়ারুল কবির, জিবিএ কার্যকরী পরিষদের সদস্য বৃন্দ, বিভাগের সভাপতিবৃন্দ, অনুষদের ডিন প্রমুখ।

জিবিএ সভাপতি অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর জানান, দেশ বিদেশে অবস্থানরত ঢাবির প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, অ্যালামনাই ও জিবিএ সদস্যরাই এ সংক্রান্ত ফান্ড গঠনে সহায়তা করে থাকেন।  

মন্তব্যসাতদিনের সেরা