kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

চার মাস আগের মৃত শিক্ষককে বদলি

নিজস্ব প্রতিবেদক   

১৯ সেপ্টেম্বর, ২০২০ ০৩:৫৮ | পড়া যাবে ২ মিনিটেচার মাস আগের মৃত শিক্ষককে বদলি

মৃত শিক্ষককে বদলি করার মতো তুঘলকি কাণ্ড ঘটিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ও উদ্ভিদবিদ্যার সহকারী অধ্যাপক সামছ আরা জাহান মারা গেছেন গত ১২ মে। কিন্তু মারা যাওয়ার চার মাসেরও বেশি সময় পর তাঁকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এক আদেশে তাঁকে ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে সহকারী অধ্যাপক (উদ্ভিদবিদ্যা) পদে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। অসুস্থ থাকায় সামছ আরা জাহান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে সংযুক্ত ছিলেন।

এই আদেশ দেখে চরম হতাশা প্রকাশ করেছেন তাঁর স্বামী সরকারি কর্মকর্তা মাহবুবুল আলম। এই ঘটনায় বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মকর্তাদের মধ্যেও সমালোচনা চলছে।

সামছ আরা জাহানের সঙ্গে একই স্মারকে বদলি করা হয়েছে সহকারি অধ্যাপক (ভূগোল) নিগার সুলতানা পারভীনকে। ওএসডি থাকা এই কর্মকর্তাকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে সহকারী অধ্যাপক (ভুগোল) পদে বদলি করা হয়।

জানা গেছে, এই কর্মকর্তা এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেষণে পিএইচডি করার অনুমতি পেয়েছেন। নিয়মানুযায়ী, প্রেষণ মঞ্জুর হওয়ায় তার বদলি হওয়ার কথা নয়। এরপরও তাকে বদলি করা হয়েছে।

তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্যসাতদিনের সেরা