kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

এক দিনে সুস্থ ১৯২৩

অনলাইন ডেস্ক   

১৮ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৩৪ | পড়া যাবে ১ মিনিটেএক দিনে সুস্থ ১৯২৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন আরো এক হাজার ৯২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৫২ হাজার ৩৩৫ জন।

আজ শুক্রবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৮৮১ জনে। এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো এক হাজার ৫৪১ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো তিন লাখ ৪৫ হাজার ৮০৫ জন করোনা রোগী।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মন্তব্যসাতদিনের সেরা