kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

মৃত্যু ২১, শনাক্ত ১৬১৫

অনলাইন ডেস্ক   

১৬ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৪৩ | পড়া যাবে ১ মিনিটেমৃত্যু ২১, শনাক্ত ১৬১৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। এনিয়ে মোট মারা গেলেন ৪,৮২৩ জন। এছাড়া একই সময়ে আরও ১,৬১৫ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩,৪২,৬৭১ জন।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের কভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতির স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩,৩৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ২,৩৭৫ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ২,৪৭,৯৬৯ জন। 

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মন্তব্যসাতদিনের সেরা