kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

যৌতুক না দেওয়ায় নির্যাতনে গৃহবধূর মৃত্যু, মহিলা পরিষদের উদ্বেগ

অনলাইন ডেস্ক   

১৬ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৩২ | পড়া যাবে ২ মিনিটেযৌতুক না দেওয়ায় নির্যাতনে গৃহবধূর মৃত্যু, মহিলা পরিষদের উদ্বেগ

কুষ্টিয়া জেলার জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকায় যৌতুক না দেওয়ায় নির্যাতনের কারণে গৃহবধূর মৃত্যু ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেফতার, যথাযথ আইনী ব্যবস্থা গ্রহনসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

আজ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, গত ১৫.০৯.২০২০ তারিখ বিভিন্ন দৈনিক সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায় যে, কুষ্টিয়া জেলার জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকায় যৌতুক না দেওয়ায় নির্যাতনের কারণে গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা যায় যে, নির্যাতনের শিকার গৃহবধূ কুষ্টিয়ার মিরপুর উপজেলার কামিরহাটের মহিবুল আলমের মেয়ে একই জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকার জিন্না মোল্লার ছেলে এজাজ আহমেদ বাপ্পির সাথে ৪ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী বাপ্পি ও শাশুড়ি কোহিনুর যৌতুক হিসেবে মোটরসাইকেল দাবি করেন। গৃহবধূকে উঠতে বসতেই প্রায় প্রতিদিনই নানা ধরনের কটু কথা শুনতে ও নানা ধরণের শারীরিক- মানসিক নির্যাতন সহ্য করতে হত। এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে গত ১ সেপ্টেম্বর, ২০২০ তারিখ স্বামী ও শাশুড়ির নির্যাতনে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। শারীরিক অবস্থার অবনতি হলে ২ সেপ্টেম্বর, ২০২০ তারিখ তাকে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জালড়ে গত ১৫ সেপ্টেম্বর, ২০২০ তারিখ মঙ্গলবার সকলে মারা যান। 

এতে বলা হয়, এমতবস্থায় বাংলাদেশ মহিলা পরিষদ যৌতুক দাবি করে গৃহবধূকে নির্যাতনের ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ যৌতুক নিরোধ আইন, ২০১৮ এই আইনের অধীনে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। 

একইসাথে নির্যাতনের শিকার গৃহবধূর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য অনুরোধ জানাচ্ছে। এ ধরণের বর্বর, নৈরাজ্যজনক সহিংসতার ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধে আশুকার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য সরকার, প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে। 

মন্তব্যসাতদিনের সেরা