kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

১৫ আগস্টের পুনরাবৃত্তি রোধে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   

১৫ আগস্ট, ২০২০ ১৯:৪১ | পড়া যাবে ১ মিনিটে১৫ আগস্টের পুনরাবৃত্তি রোধে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ণ প্রতিমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে নৃশংসভাবে হত্যা হত্যা করা হয়েছিল তা এ দেশের মানুষ কখনো ভুলবে না। ভবিষ্যতে ১৫ আগস্টের মতো নৃশংসতার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ মো. গোলাম মোস্তফার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় এমপি আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা