kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

রেসিডেনসিয়াল মডেল কলেজে জাতীয় শোক দিবস পালন

অনলাইন ডেস্ক   

১৫ আগস্ট, ২০২০ ১৮:১৩ | পড়া যাবে ১ মিনিটেরেসিডেনসিয়াল মডেল কলেজে জাতীয় শোক দিবস পালন

জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, অনলাইনে ছাত্রদের রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এ ছাড়াও দিবসটি উপলক্ষে কলেজ অডিটরিয়ামে এ বিয়য়ে একটি আলচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি। ভার্চুয়াল প্লাটফর্ম-এর মাধ্যমে কলেজের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ অনুসরণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার আহবান জানান। অনুষ্ঠান শেষে কলেজ মসজিদে ১৫ আগস্ট এর শহীদদের আত্মার মাগফরোত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্যসাতদিনের সেরা