kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

‘সংগীত জগতে স্বতন্ত্র ধারা সৃষ্টি করেছিলেন আলাউদ্দিন আলী’

অনলাইন ডেস্ক   

১০ আগস্ট, ২০২০ ০৩:১২ | পড়া যাবে ১ মিনিটে‘সংগীত জগতে স্বতন্ত্র ধারা সৃষ্টি করেছিলেন আলাউদ্দিন আলী’

বিশিষ্ট গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস রবিবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আলাউদ্দিন আলী গভীর সাধনার মাধ্যমে সংগীত জগতে এক স্বতন্ত্র ধারা সৃষ্টি করেছিলেন। তিনি সুরের জগতে যেমনি নিজস্বতা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন তেমনি গীতিকার ও সংগীত পরিচালক হিসেবেও নিজেকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছিলেন। তাঁর সুর ও সঙ্গীত আগামী প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে দীপ্তি ছড়াবে। 

মন্তব্যসাতদিনের সেরা