kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

তাবিকের ফেসবুক লাইভ আড্ডায় কবি জুয়েল মাজহার

অনলাইন ডেস্ক   

৮ আগস্ট, ২০২০ ১৯:৫৭ | পড়া যাবে ১ মিনিটেতাবিকের ফেসবুক লাইভ আড্ডায় কবি জুয়েল মাজহার

প্রতি সপ্তাহে ‘অনন্ত জীবন অনন্য কবিতা’ শিরোনামে ফেসবুক লাইভ অনুষ্ঠান করছে তাবিক পত্রিকা। সাপ্তাহিক এ আয়োজনে পত্রিকাটি আমন্ত্রণ জানাচ্ছে পৃথিবীর নানা প্রান্তে থাকা বাংলা ভাষার কবিদের। এ অনুষ্ঠানের মাধ্যমে পাঠক (শ্রোতার) সামনে উন্মোচিত হচ্ছে কবির যাপন, কবির জীবনের নানা ঘাত-প্রতিঘাতের ছবি।

আগামী সোমবার (১০ আগস্ট) সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বনামধন্য কবি জুয়েল মাজহার।

তাবিক পরিবারের পক্ষ থেকে কবি জুয়েল মাজহারের সঙ্গে এই সাহিত্য আড্ডায় অংশগ্রহণ করছেন কবি সৌমনা দাশগুপ্ত, কবি বনানী চক্রবর্তী এবং কবি মানবেন্দ্র সাহা।

অনুষ্ঠানটির সামগ্রিক পরিকল্পনায় থাকছেন কবি এবং তাবিক পত্রিকার সম্পাদক অলোক সরকার। এছাড়া সহযোগিতায় থাকছেন দীপ্তি দাস।

অনুষ্ঠানটি তাবিকের ফেসবুক পেজে সরাসরি সম্প্রসারিত হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এবং বাংলাদেশের সময় রাত ৮টায়।

মন্তব্যসাতদিনের সেরা