kalerkantho

বৃহস্পতিবার । ১৬ আশ্বিন ১৪২৭ । ১ অক্টোবর ২০২০। ১৩ সফর ১৪৪২

করোনায় ঢাকা বিভাগে আরো ১৩ মৃত্যু

অনলাইন ডেস্ক   

৭ আগস্ট, ২০২০ ১৫:০৫ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় ঢাকা বিভাগে আরো ১৩ মৃত্যু

ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২৭ জন নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৩৩৩ জনের।

বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করে ডা. নাসিমা বলেন, ঢাকা বিভাগে ১৩ জন, খুলনা বিভাগ পাঁচজন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে তিনজন করে, রংপুর বিভাগে দুজন এবং বরিশাল বিভাগে একজন রয়েছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে দুই হাজার ৮৫১ জনের। এতে দেশে মোট শনাক্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা