kalerkantho

বুধবার । ১৫ আশ্বিন ১৪২৭ । ৩০ সেপ্টেম্বর ২০২০। ১২ সফর ১৪৪২

দেশে আরও ২৮৫১ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক   

৭ আগস্ট, ২০২০ ১৪:৩৪ | পড়া যাবে ১ মিনিটেদেশে আরও ২৮৫১ জনের করোনা শনাক্ত

ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে ২৮৫১ জনের। এতে দেশে মোট শনাক্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এ ছাড়া তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৩৩৩ জনের।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৮৫১ জনসহ দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৫২ হাজার ৫০২ জন।

মন্তব্যসাতদিনের সেরা