kalerkantho

বুধবার । ১৫ আশ্বিন ১৪২৭ । ৩০ সেপ্টেম্বর ২০২০। ১২ সফর ১৪৪২

করোনায় ঢাকা বিভাগে আরো ১৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক   

৬ আগস্ট, ২০২০ ১৫:০৪ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় ঢাকা বিভাগে আরো ১৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভাগ হিসেবে সর্বোচ্চ ঢাকা বিভাগে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদপ্তরের (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. বায়েজিদ খুরশীদ রিয়াজ।

বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছে তিন হাজার ৩০৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ৭ জন নারী।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে বিভাগভিত্তিক পরিসংখ্যান প্রকাশ করে বলা হয়, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে এক হাজার ৫৮৪ জনের করোনায় মৃত্যু হয়েছে বলে জানানো হয় বুলেটিনে।

মন্তব্যসাতদিনের সেরা