kalerkantho

বুধবার । ১৫ আশ্বিন ১৪২৭ । ৩০ সেপ্টেম্বর ২০২০। ১২ সফর ১৪৪২

বালু নদীতে সাঁতারাতে নেমে একাত্তর টিভির সাংবাদিক নিখোঁজ

অনলাইন ডেস্ক   

৬ আগস্ট, ২০২০ ১৫:০২ | পড়া যাবে ১ মিনিটেবালু নদীতে সাঁতারাতে নেমে একাত্তর টিভির সাংবাদিক নিখোঁজ

রাজধানীর উপকূলের বালু নদীতে সাঁতার কাটতে গিয়ে ইউসুফ নামের একজন টেলিভিশন সাংবাদিক ডুবে গেছেন। স্থানীয়রা খোঁজাখুঁজি করছেন।

জানা গেছে, বালু নদীর বেরাইদ ঘাটে তিন যুবক একসঙ্গে সাঁতার দিয়েছিল ওপারে যাওয়ার জন্য। সাঁতরে দুইজন ওপর প্রান্তে যেতে পারলেও ইউসুফ তীরে উঠতে পারেননি। ওপারে ইউসুফকে দেখতে না পেয়ে স্থানীয়দের জানালে খোঁজাখুঁজি শুরু হয়।  স্থানীয়রা নৌকা দিয়ে তাকে খুঁজছেন। এখনো সরকারি কোন উদ্ধার কর্মী আসেননি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইউসুফের কোনো সন্ধান মেলেনি। জানা যায়নি তার ভাগ্যে কী পরিণতি ঘটেছে।

মন্তব্যসাতদিনের সেরা