kalerkantho

বৃহস্পতিবার । ২২ শ্রাবণ ১৪২৭। ৬ আগস্ট  ২০২০। ১৫ জিলহজ ১৪৪১

বাড্ডায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক   

১ আগস্ট, ২০২০ ০৭:৪২ | পড়া যাবে ১ মিনিটেবাড্ডায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ফাইল ফটো

রাজধানীর বাড্ডায় একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, পুলিশ ধারণা তারা আত্মহত্যা করেছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাতে বাড্ডা সাতারকুল এলাকার এ ঘটনা ঘটে।

মৃত স্বামী-স্ত্রী হলেন রফিকুল ইসলাম (২১) ও তার স্ত্রী জান্নাত (১৯)।

রফিকুল ইসলামের বাবা জালাল উদ্দিন এ বিষয়ে গণমাধ্যমকে জানান, দেড় বছর আগে জান্নাতের সঙ্গে রফিকুলের বিয়ে হয়। রফিকুল একটি পোশাক কারখানায় কাজ করতেন। বাড্ডা সাতারকুল ‘রহমতউল্লাহ গার্মেন্টস’র পেছনে একটি বাসায় ভাড়া থাকেন তারা। শুক্রবার রাতে রফিকুলের রুম থেকে দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ পাচ্ছিলাম না। পরে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে দেখি জান্নাত ফ্যানের সঙ্গে ঝুলে আছে, আর তার ছেলে বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে রফিকুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ বিষয়ে গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মরদেহ ঢামেক হাসপাতালে আছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্যসাতদিনের সেরা