kalerkantho

বৃহস্পতিবার । ৩ আষাঢ় ১৪২৮। ১৭ জুন ২০২১। ৫ জিলকদ ১৪৪২

আসামে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা, গরু চুরির অভিযোগ

কালের কণ্ঠ অনলাইন   

২০ জুলাই, ২০২০ ১০:২৬ | পড়া যাবে ২ মিনিটেআসামে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা, গরু চুরির অভিযোগ

বাংলাদেশের তিন নাগরিককে ভারতের আসামে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাদের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ আনা হয়েছে। আসামের করিমগঞ্জের এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ভারত সরকার। গড়া হয়েছে বিশেষ কমিটিও। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ভারতের আসামে রাতের অন্ধকারে প্রবেশ করেছিল সাত বাংলাদেশি। অচেনা লোক দেখে সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারা দেখে ফেলে তাদের। এর পরেই দল বেঁধে এসে হাতেনাতে পাকড়াও করে স্থানীয়রা মারধর করতে শুরু করে তাদের। রাতের অন্ধকারে পালিয়ে যায় চার জন। বাকি তিন জনকে প্রবল মারধর চলতে থাকে। শেষে গুরুতর আহত অবস্থায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তিনজনেরই মৃত্যু হয়েছে।

আসাম পুলিশ জানিয়েছে, তাদের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে গরু চুরির অভিযোগ মিথ্যে নয় সম্ভবত। সেই উদ্দেশ্যেই সাত জন বাংলাদেশের নাগরিক করিমগঞ্জের একটি চা বাগানে গিয়েছিল। ঘটনাস্থল থেকে দড়ি, বেড়া কাটার দা-সহ একাধিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

করিমগঞ্জের এএসপি প্রশান্ত দত্ত জানান বাংলাদেশের সীমান্ত পেরিয়ে গরু চুরি করতে আসামে ঢুকেছিল সাত জন। স্থানীয় বাসিন্দাদের মারধরে তিন জনের মৃত্যু হয়েছে। লাঠি, বাঁশ ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে-কুপিয়ে হত্যা করা হয় তাদের।

তিনজনের মৃতদেহ উদ্ধার করে বিএসএফের মাধ্যমে বাংলাদেশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকিরা নিখোঁজ রয়েছে। সূত্র : দ্যা ওয়াল।সাতদিনের সেরা