kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জুলাই, ২০২০ ১৭:১৫ | পড়া যাবে ১ মিনিটেনুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক

দেশের শীর্ষ ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার এক শোক বার্তায় বাণিজ্যমন্ত্রী বলেন, মরহুম নুরুল ইসলাম বাবুল একজন খ্যাতিমান ব্যবসায়ী ও স্বনামধন্য উদ্যোক্তা ছিলেন। দেশের অর্থনীতিতে তার অবদান অনেক। এ বরেণ্য শিল্পপতি দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন প্রতিষ্ঠাতাসহ যমুনা গ্রুপের অধীনে গড়ে তুলেছেন অনেক শিল্প প্রতিষ্ঠান। এতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে হাজার হাজার মানুষের।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্যসাতদিনের সেরা