kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

নমুনার চার ভাগের এক ভাগই করোনা পজিটিভ

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জুলাই, ২০২০ ১৫:০৮ | পড়া যাবে ২ মিনিটেনমুনার চার ভাগের এক ভাগই করোনা পজিটিভ

দেশে গত ২৪ ঘণ্টায় ১২,৪২৩ জনের নমুনা পরীক্ষায় ৩,০৯৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৮৬,৮৯৪ জন। বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার চার ভাগের এক ভাগই করোনা পজিটিভ। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ জন। এনিয়ে মোট মারা গেলেন ২,৩৯১ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৪,০৭৩ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৯৮,৩১৭ জন।

গতকাল শনিবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১১,০৫৯টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ২,৬৬৬ জন। মোট শনাক্ত হয়েছিলেন ১,৮৩,৭৯৫ জন। আর গতকাল আরও ৪৭ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ২,৩৫২ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ৫,৫৮০ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৯৩,৬১৪জন।

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মন্তব্যসাতদিনের সেরা