kalerkantho

মঙ্গলবার  । ২০ শ্রাবণ ১৪২৭। ৪ আগস্ট  ২০২০। ১৩ জিলহজ ১৪৪১

করোনায় ঢাকা বিভাগে ১৯ মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জুলাই, ২০২০ ১৪:৫৬ | পড়া যাবে ২ মিনিটেকরোনায় ঢাকা বিভাগে ১৯ মৃত্যু

ফাইল ফটো

দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন রয়েছেন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিনে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় মৃত ৩৯ জনকে নিয়ে এ পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৩৯১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৯৯ জন। সব মিলিয়ে দেশে এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জনে দাঁড়াল করোনা শনাক্তের সংখ্যা।

মৃতদের বিভাগভিত্তিক পরিসংখ্যান প্রকাশ করে ডা. নাসিমা বলেন, ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, ময়মনসিংহ বিভাগে একজন, খুলনা বিভাগে সাতজন, বরিশাল বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুজন এবং সিলেট বিভাগে দুজন রয়েছেন।

এ পর্যন্ত বিভাগভিত্তিক মৃতের যে পরিসংখ্যান পাওয়া গেছে তাতে ঢাকা বিভাগের এক হাজার ১৯৫ জন রয়েছেন বলে জানান তিনি। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬২৩ জন, রাজশাহী বিভাগে ১২১ জন, খুলনা বিভাগে ১২৮ জন, বরিশাল বিভাগে ৮৮ জন, সিলেট বিভাগে ১০৫ জন, রংপুর বিভাগে ৭৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫৬ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন চার হাজার ৭০৩ জন। এ পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন মোট ৯৮ হাজার ৩১৭ জন।

মন্তব্যসাতদিনের সেরা