kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

টানা চার দিন কমছে মৃত্যু

নমুনা পরীক্ষাও কম

নিজস্ব প্রতিবেদক   

১২ জুলাই, ২০২০ ০২:১৮ | পড়া যাবে ২ মিনিটেটানা চার দিন কমছে মৃত্যু

টানা চতুর্থ দিনের মতো গতকাল শনিবারও কমেছে করোনাভাইরাস আক্রান্তে মৃত্যুর সংখ্যা। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের তথ্যানুসারে সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০ জনের।

গত ৮ জুলাইয়ের হিসাবে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা যায় ৪৬ জন, ৯ জুলাই ৪১ জন, ১০ জুলাই ৩৭ জন ও গতকাল ৩০ জন। সব মিলিয়ে দেশে মোট দুই হাজার ৩০৫ জন কভিড-১৯ রোগে মারা গেছে।

গতকালের বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১১ হাজার ১৯৩টি এবং এ পর্যন্ত দেশে মোট পরীক্ষা ৯ লাখ ২৯ হাজার ৪৬৫টি। ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয় দুই হাজার ৬৮৬ জন এবং মোট শনাক্তের সংখ্যা এক লাখ ৮১ হাজার ১২৯। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ এক হাজার ৬২৮ জন এবং মোট সুস্থ ৮৮ হাজার ৩৪ জন।

বুলেটিনে জানানো হয়, সর্বশেষ মারা যাওয়া ৩০ জনের ২৫ জন পুরুষ ও পাঁচজন নারী। মৃতদের মধ্যে বয়স বিবেচনায় ৩১-৪০ বছরের তিনজন, ৪১-৫০ বছরের তিনজন, ৫১-৬০ বছরের আটজন এবং ষাটোর্ধ্ব ১৬ জন। বিভাগ হিসাবে ঢাকায় ১৩, চট্টগ্রামে ১০, রাজশাহী ও খুলনায় তিনজন করে ও বরিশাল বিভাগে একজন মারা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা