kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আইডিইবি'র নেতৃবৃন্দের সাক্ষাৎ

কালের কণ্ঠ অনলাইন   

৭ জুলাই, ২০২০ ২৩:২৪ | পড়া যাবে ১ মিনিটেশিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আইডিইবি'র নেতৃবৃন্দের সাক্ষাৎ

ফাইল ছবি

আজ মঙ্গলবার বিকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির সঙ্গে হেয়ার রোডে তার সরকারি বাসভবনে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে কারিগরি শিক্ষায় যে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হচ্ছে তার প্রশংসা করেন। পাশাপাশি পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম বর্ষের ভর্তির যোগ্যতা ও বয়স নিয়ে আলোচনা হয়। 

নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন। বৈঠকে বাংলাদেশের সার্বিক উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান ও তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নবনিযুক্ত সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি মো. সিরাজুল ইসলাম এবং ইন্সটিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. জাফর আলী সিকদার প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা