kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

হাবের স্মরণ ও দোয়া অনুষ্ঠান

মরহুম শেখ আব্দুল্লাহ সত্যিকার একজন কাজের মানুষ ছিলেন

নিজস্ব প্রতিবেদক   

৬ জুলাই, ২০২০ ২৩:৪৪ | পড়া যাবে ৩ মিনিটেমরহুম শেখ আব্দুল্লাহ সত্যিকার একজন কাজের মানুষ ছিলেন

মরহুম ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ শুধু একজন ভালো মানুষই ছিলেন না, তিনি ছিলেন সত্যিকার অর্থে একজন কাজের মানুষ। তিনি যেখানেই হাত দিতেন বিফল হতেন না। হজ ব্যবস্থাপনার উন্নয়নে মাত্র এক বছরের মধ্যেই তিনি অসাধারণ সাফল্যেও সাক্ষর রেখেছেন। তার শূন্যতা পূরণ হবার নয়।

আজ সোমবার হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ভার্চুয়াল এ অনুষ্ঠানটি বেলা তিনটা থেকে সাড়ে ৬টা পর্যন্ত চলে। হাবের সভাপতি এম শাহদাত হোসেন তসলিমের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়, ইসলাম ফাউন্ডেশনের কর্মকর্তা, আলেম ও সাংবাদিকসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় আংশ নেন সৌদি আরবের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, সৌদি আরবে দক্ষিণ এশীয় হাজী সংস্থা মোয়াস্সাসা অফিসের ডিজি ওমর সিরাজ আকবর, ধর্মসচিব মো. নুরুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত কাউন্সিলর হজ মামকসুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, বেগম শেখ আব্দুল্লাহ, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবি এম আমিন উল্লাহ নূরী, মুহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, বেফাক ও হায়আতুল উলায়ার শীর্ষ নেতা মাহলানা মাহফুজুল হক, রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) সভাপতি ফয়েজ উলস্নাহ ভূঁইয়া, হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম, বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান, হাবের সাবেক সভাপতি মো. আব্দুশ শকুর, সাবেক সহসভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, হাবের সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, মহাসচিব ফরিদ আহমেদ সরদার, যুগ্মমহাসচিব মাওলানা ফজলুর রহমান, আটাবের মহাসচিব মাজাহারুল হক ভূঁইয়া প্রমুখ।

বেগম শেখ আব্দুল্লাহ বলেন, মরহুম শেখ আব্দুল্লাহ মরহুম শামসুল হক ফরিদপুরির ছাত্র ছিলেন। তিনি জীবনের শেষদিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে গেছেন। তিনি আগে ধর্মকে ধারণ করতেন কিন্তু তা বাস্তবায়নের সুযোগ পাননি। আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক হওয়ার পর থেকে ধর্মীয় বিশ্বাসকে বাস্তবায়ন শুরু করেন সর্বশেষ ধর্মপ্রতিমন্ত্রী হন। এভাবেই তিনি সফল হন। 

অন্যান্য বক্তারা বলেন, ধর্ম মন্ত্রণালয়ে প্রথমবারের মতো একজন আলেম ধর্মপ্রতিমন্ত্রীর দায়িত্ব যান যিনি একাধারে কোরআনে হাফেজও ছিল। তিনি অনর্গল ইংরেজীতেও কথা বলতে পারতেন। তিনি দায়িত্ব পাওয়ার প্রথম বছরেই হজ ব্যবস্থাপনায় ব্যাপক সাফল্য অর্জন করেন। হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় সক্ষম হন।

হজ ব্যবস্থাপনার উন্নয়নে বক্তারা মরহুম এই প্রতিমন্ত্রীর পরিকল্পনা ও চিন্তা বাস্তবায়নে উদ্যোগী হওয়ার আহবান জানান বক্তারা। অনুষ্ঠানের শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। তার আগে হাবের উদ্যোগে কোরআন খতম করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা