kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

করোনায় ঢাকা বিভাগে ১৭ মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

৬ জুলাই, ২০২০ ১৫:০৫ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় ঢাকা বিভাগে ১৭ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭ জন রয়েছেন। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৯৬ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২০১ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে দুজন, বরিশাল বিভাগে চারজন, সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুজন এবং ময়মনসিংহ বিভাগে দুজন করোনায় মারা গেছেন।

তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৫ জন এবং বাড়িতে মারা গেছেন নয় জন।

মন্তব্যসাতদিনের সেরা